হ্যালো , কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন।  আজকাল এন্ড্রোইড ব্যবহার করে না খুব কম লোক।  আমাদের প্রাত্যহিক ব্যাবহারে মাঝে মাঝে ভুলে অথবা কারণে  অকারণে এন্ড্রোইড থেকে ফাইল ডিলিট হয়ে যেতে পারে। আজ আমি আপনাদের এমন এক সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাদ্ধমে আপনি খুব সহজেই এন্ড্রোইড এর যেকোন ফটো রিকভার করতে পারবেন।

যে এপ্লিকেশন টির  কথা বলতেছি তার নাম হচ্ছে Disk Digger।
এপ্লিকেশন লিংক : Disk  Digger 
এই এপ্লিকেশন এর মাধ্যমে  আপনি ডিলিট হওয়া ফটো এর জন্য একটি স্ক্যান করতে পারবেন।  তারপরে এটি আপনার একটি নির্দিষ্ট ডেট রেঞ্জ  এর মধ্যে ডিলিট হওয়া ফাইল গুলো এর থাম্বনেইল আপনাকে শো করবে।  এখন আপনি আপনার পছন্দের ফটো /ফাইল এর পাশে থাকা চেক্সবক্স টি মার্ক করে recover  বাটন এ ক্লিক  করুন হয়ে যাবে।
Disk  Digger  গুগল প্লে স্টোরের  সবথেকে ভালো রিকভারি সফ্টওয়ার।  এটি ডাটা রিকভারি এর ক্ষেত্রে অনেক শক্তিশালী।  এর মাধ্যমে আপনি আপনার recovered  ফাইল পাবেন একেবারে অক্ষত।  ফটো রিসোলিউশন  এর  কোনো চেঞ্জ হয় না।



তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আর্টিকেল টি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর খুব বেশি ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।

Post a Comment

Previous Post Next Post