কম্পিউটার  ব্যবহার করেন কিন্ত উইন্ডোজ  এর নাম জানেন না এমন লোক পাওয়া যাবে কিনা সে ব্যাপারে বলা

 মুশকিল।  যারা ফ্রি অপারেটিং সিস্টেম ইউজ করেন না বা লিনাক্স বা উবুন্টু  এর সাথে পরিচিত নন তারা কম্পিউটার এর অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ই ব্যবহার করেন। এছাড়া বাজার জানা পরিচিত তেমন কোন ভাল অপারেটিং সিস্টেম নাই।  আজ আমি আপনাদের সাথে একটি গোপন লিংক শেয়ার করবো যার মাধ্যমে আপনি কোন রকম ঝামেলা ছাড়াই উইন্ডোজ এর বর্তমান আপডেট ভার্সন উইন্ডোজ ১০ ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চোলে যাই 
প্রথমে আপনি নিচের লিংক এ যান। 
Download windos 10

তারপরে Download Now বাটন ক্লিক করুন 
একটি ছোট প্রোগ্রাম ডাউনলোড হবে।  ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  ডাউনলোড হলে এটিকে রান করুন। রান করার পর এটি আপনার কাছে নির্দিষ্ট কিছু পারমিশন চাইবে এবং কোথায় iso  ফাইল তা সেভ করবেন তার লোকেশন চাইবে।  নির্দিষ্ট লোকেশন দিন এবং ok  করুন। এখন আপনার কম্পিউটার এ উইন্ডোজ এর লেটেস্ট ভার্সন এর iso file ডাউনলোড হওয়া শুরু করবে।  ইন্টারনেটে স্পিড এর উপর কমপ্লিট হওয়ার সময় ডিপেন্ড করে।  ১০০% ডাউনলোড হলে প্রোগ্রাম টা   নিজে ক্লোজ হয়ে যাবে।  না হলে ক্লোজ করুন।  এখন যেখানে iso  file  টি সেভ করেছিলেন সেখান থেকে এটিকে কোনো পেনড্রাইভে অথবা সিডিতে নিয়ে একটি bootable  পেনড্রাইভ বা সিডি তৈরী করুন।  তারপরে আপনার কম্পিউটার এ ইনস্টল করুন 

তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আর্টিকেল টি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর খুব বেশি ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।

Post a Comment

Previous Post Next Post