আপনিও লিখুন আমাদের সাথে

ওয়েব অ্যাকাডেমি এর লেখক ফোরামের সদস্য হতে আগ্রহ প্রদর্শন করায় আপনাকে অনেক ধন্যবাদ।


আপনি কি টেকনোলজি সম্পর্কে খুব আগ্রহী । নিজে জানতে চান এবং অন্যকে জানাতে চান। তাহলে এই ব্লগটি আপনার জন্য। আপনিও পারবেন আমাদের সাথে লিখতে । এই ব্লগের এডমিন আপনাকে একজন লেখক হিসেবে পেতে চায়।  
নিম্নোক্ত উপায়ে আপনি সফল্ভাবে একটি আবেদন এডমিন বরাবর পাঠাতে পারেন। 


আবেদনের প্রাথমিক নিয়মাবলি। 


প্রথমে আপনাকে যথারীতি একটি আবেদন পত্র এডমিন বরাবর ইমেইল করতে হবে। 
এরপর আপনাকে একটি টেস্ট আর্টিকেল এডমিন বরাবর সেন্ট করতে হবে। টেস্ট আর্টিকেল টি ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে হতে হবে। এই আর্টিকেল এর টপিক এবং এর উপর আপনার দক্ষতা যাচাই করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে যাচাই করা হবে আপনার রচনা শৈলী, বাক্য গঠন এবং শব্দ চয়ন এ বিশিষ্টতা থাকতে হবে। 

এসব শর্ত মেনে যদি আপনি আপনার টেস্ট আর্টিকেল দ্বারা আমাদের এডমিন প্যানেল কে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার ইমেইল এ একটি  ইনভাইটেশন লিঙ্ক যাবে। যার মাধ্যমে আপনি আপনার লেখক আইডি তৈরী করতে পারবেন।
Email: stuartpinsky@gmail.com

আর্টিকেল টি  আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।