হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি  ভালো আছেন।আজকে আমরা আলোচনা করবো এন্ড্রয়েড ফোনের যে কোন লক ভুলে গেলে কিভাবে  তা খুলতে   হয়।

বর্তমান যুগে আমাদের সবার হাতে হাতে এন্ড্রয়েড ফোন।এ ফোনের সুরক্ষার জন্য আমরা কত কিছুইনা করি। বিভিন্নধরনের লক ব্যাবহার করি কিন্তু কোন কারণে যদি সেই লক আমরা ভুলে যাই তাহলে সবাই উদ্দিগ্ন হয়ে যায়। কিন্তু খুব সহজ উপায়ে আমরা এন্ড্রয়েড ফোনের লক খুলতে পারি। চলুন যেনে নেওয়া যাক উপায়টা।
প্রথমে ফোন অফ করতে হবে এবং মেমোরি ও সিম  খুলে পাওয়ার বাটনের সাথে যে বাটন দিয়ে আমরা সাউন্ড কমায় সেটা একসাথে ধরে রাখতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন factory mode নামের একটি উইন্ডো চলে আসছে ।সেখানে অনেক গুলো অপশন পাবেন সবথেকে নিচে দেখতে পাবেন restore user data নামের একটি অপশন সেখানে ক্লিক করলেই  আপনার ফোনটা restart হবে এবং পুনরায় নতুনভাবে শুরু হবে।
 তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন আর কি কি জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।                            

Post a Comment

Previous Post Next Post