হ্যালো,কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভাল আছেন। আমরা সবাই ই জানি যে ইউটিউব পৃথিবীর সবথেকে বড় ভিডিও শেয়ারিং সাইট এবং একই সাথে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। বিভিন্ন কারনে মাঝে মাঝে আমাদের ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়। আজ আমি আপনাদের ইউটিউব ভিডিও দওনলাওদ করার একটি সহজ পদ্ধতি সম্পর্কে বলবো। 

প্রথমে আপনি একটি ইউটিউব ভিডিও এর লিঙ্ক কপি করুন। যেকোন ভিডিও হতে পারে। এরপর vlc মিডিয়া প্লেয়ার ওপেন করুন। এখন ctrl + n চাপুন। এটা চাপার পর নেটওয়ার্ক স্ট্রীম এর একটি উইন্ডো আসবে এখানে আপনি আপনার কপি কর লিঙ্কটা পেস্ট করে দিন। তারপরে প্লে তে ক্লিক করুন। এখন ভিডিও টি প্লে হবে । এখন আপনার দরকার এর মেটা ডাটা। এর জন্য আপনি ctrl + j চাপুন অথবা tools > media information/codec information যেতে পারেন । এরপরে আপনি লোকেশন এর সামনের বক্সের সব কপি করুন। এখন একটি ব্রাউজার ওপেন করে কপি করা লিঙ্ক টা পেস্ট করে দেন। তাহলে ভিডিও টি ব্রাউজার এ ওপেন হবে । এখন আপনি সহজে এটি ডাউনলোড করেতে পারেন।

Post a Comment

Previous Post Next Post