যারা ফেসবুক ইউজ করেন তারা অবশ্যই জানেন যে ফেসবুক থেকে সহজে ভিডিও ও ফটো ডাউনলোড করা যায় না । এর জন্য অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে। এর মধ্যে রয়েছে বিভিন্ন

থার্ড পার্টি অ্যাপ্লিকেশান। এসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশান অনেক সময় ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। আজ আপনাদের কে পরিচয় করিয়ে দেব এক নতুন ও সহজ পদ্ধতির সাথে যা দিয়ে আপনি সহজেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এতে আপনার কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হবে না। ফেসবুক এর ডিফল্ট অপশন ব্যবহার করেই আপনি এভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ফেসবুক এর যে বর্তমান মোবাইল ভার্সন ওয়েবসাইট রয়েছে এটি একেবারেই নতুন। এইটি নানা নতুন এবং আধুনিক ওয়েব প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এর ফলে ফেসবুক তাদের কনটেন্টকে আরো ভালভাবে মানিপুলেট করতে পারছে। কিন্ত ফেসবুক শুরুর দিকে ফেসবুক এর যে সাইটটি এরা প্রাথমিক ভাবে ডেভেলপ করে তার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। আপনারা ফেসবুক ফ্রি মোডে যে ফেসবুক সাইটটি ব্যবহার করেন সেটি। কিন্তু প্রবলেম হচ্ছে যখন এই মোডে ফেসবুক কোন ফটো, ভিডিও, লিংক থাম্ব শো করে না। যখনই আপনি ডাটা মোডে চলে যাবেন তখন সে আপনাকে ফেসবুক এর মোবাইল ভার্সন এ নিয়ে যায়। কিন্ত আপনি ডাটা মোডেও ফ্রী ভার্সন এর মতো চালাতে পাররেন। শুধু পার্থক্য এটাতে ফটো, ভিডিও সব থাকবে। এর জন্য আপনি যাবেন।
mbasic.facebook.com
এখানে গিয়ে আপনি যেকোন ফটোতে ক্লিক করুন। তারপর show full size ক্লিক করুন। এরপর ফটো টা একটা নুতুন ট্যাবে ওপেন হবে। এখন কয়েক সেকেন্ড ট্যাপ করে রাখুন। তাহলেই  save image  অপশন আসবে। এখন সেভ করে নিন।
ভিডিও ডাউনলোড ঃ
এর জন্য আপনাকে mbasic.facebook.com যেতে হবে।
পছন্দের ভিডিও টি তে ক্লিক করুন। তাহলে এটি নিজে নিজেই একটি নতুন ট্যাবে ওপেন হবে। কিন্তু এখানে ফেসবুক এর ভিডিও প্লেয়ারটি থাকবে না । যার কারনে আপনি ব্রাউজার এর ডিফল্ট ফিচার গুলো সহজেই ব্যবহার করতে পারবেন। এখন ভিদিও এর কর্নারে তিনটি ডট থাকবে ওখানে ট্যাপ করুন। তাহলে আসবে download video/download
এখন এটাতে ক্লিক করুন। ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
এ পদ্ধতিতে আপনি ফেসবুক থেকে যেকোন ভিডিও বা ছবি ডাউনলোড করতে পারবেন।
এই পদ্ধতি পিসি, ল্যাপটপ ও কার্যকর।
তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আর্টিকেল টি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর খুব বেশি ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।


Post a Comment

Previous Post Next Post