যারা কম্পিউটার ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিক কম্পিউটার লার্নিং এর প্রায় অর্ধেক সময় জুড়ে শেখানো হয় টাইপিং। আর তার কারণ ও নিশ্চয়ই রয়েছে। কারণ টাইপিং ছাড়া
কম্পিউটার এর সাথে ইন্টেরাকশন করা খুব কঠিন। আপনি যেমন কোন ওয়ার্ড ডকুমেন্ট শুধু মাউস
ব্যবহার করে লিখতে পারবেন না অথবা পারলেও তা খুব সময়সাপেক্ষ ব্যাপার। আচ্ছা যদি এমন হয় যে আপনার কিছু লিখতেই হবে না আপনি যা মুখে বলবেন কম্পিউটার তা লিখে দিবে তাহলে কেমন হয়? কি অবাক হচ্ছেন না তো। হ্যা এরকম ও সম্ভব। তাহলে চলুন একটু ভয়েস টাইপিং নিয়ে বলি।
ভয়েস টাইপিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি কম্পিউটারকে আপনার ভয়েস এর মাধ্যমে কমান্ড দিতে পারবেন। কিছু কিছু ভয়েস কমান্ড সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কম্পিউটার এর প্রায় সকল কাজ ই করা যায়। তবুও আজ কথা বলবে আপনাদের যে কাজটা সবথেকে বেশি প্রয়োজন হয় তা নিয়ে। আর তা হল ওয়ার্ড প্রসেসিং। বিভিং কাজে আমাদের প্রত্যেকদিন কম্পিউটার এ বিভিন্ন কিছু লিখতে হয়। আর এ লেখাকে আরো সহজ ও উপভোগ্য করেছে গুগল ডক। গুগল ডক এর মাধ্যমে আপনি মিনিটে ৬০ এর ও অধিক ওয়ার্ড লিখতে পারবেন ভয়েস কমান্ড এর মাধ্যমে।
তাহলে এর জন্য কি করতে হবে?
নিচে এর ধাপ গুলো বর্ণনা করা হলঃ

ধাপ ১ 

প্রথমেই আপনি আপনার গুগল অ্যাকাউন্ট এ সাইন ইন করুন। তারপরে নিচের লিংক এ যান অথবা আপ্লিকেশন গুলো থেকে ডক সিলেক্ট করুন।

ধাপ ২ 

একটি নতুন ডকুমেন্ট ওপেন করুন।

ধাপ ৩ 

এখন tools > voice typing যান অথবা ctrl+shift+s চাপুন।
একটি ছোট উইন্ডো তে মাইক্রোফোন আসবে।
ধাপ ৪ 
ল্যাঙ্গুয়েজ অপশন থেকে বাংলা সেলেক্ট করুন
এরপর মাইক্রোফোন টিতে ক্লিক করুন। এখানে ব্রাউজার অডিও পারমিসন চাইওতে পারে। Allow
করে দিন।
ধাপ ৫ 
এখন যা লিখতে চান শুধু বলে যান এটা আপনাকে তা লিখে দিবে।
এভাবে আপনি যেকোন ল্যাঙ্গুয়েজ এ লিখতে পারবেন। কিন্ত আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ এই এটা সবথেকে ভালো ফলাফল প্রদান করে।

তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আর্টিকেল টি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর খুব বেশি ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।

Post a Comment

Previous Post Next Post